সাতক্ষীরা মেডিকেল থেকে মাটি চাপা দেয়া ১০ বস্তা ঔষুধ উদ্ধার

ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা: সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মাটি চাপা দেয়া বিপুল পরিমাণ সরকারি ঔষুধ ও গজ ব্যান্ডেজসহ বিভিন্ন সরঞ্জাম বৃষ্টির পানির চাপে ভেসে উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সেফটিক ট্যাংকির ধারে এ দৃশ্য সাধারন মানুষের চোখে পড়লে তারা তা উদ্ধার করে।

প্রত্যক্ষ দর্শীরা জানান, অসৎ উদ্দেশ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সেফটিক ট্যাংকির পাশে কমপক্ষে ১০ বস্তা বিভিন্ন ধরনের ঔষুধ ও গজ ব্যান্ডেজসহ নানা ধরনের সরঞ্জাম কবরের মত করে মাটি চাপা দেয়াছিল। সকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পানির চাপে ঔষুধের বস্তা গুলো মাটি ফুড়ে ভেসে ওঠে। এ সব গজ ব্যান্ডেজ গুলো টাটকা এবং ঔষুধের মেয়াদ ২০২২ সাল পর্যন্ত লক্ষ্য করা যায়। স্থানীয়রা জানায়, ভেসে ওঠা ঔষুধ গুলো পুনরায় মাটি চাপা দেয়ার জন্য লেবারদের সাথে দরকষাকষি করতে গেলেই ঘটনাটি ফাঁস হয়ে যায়।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শাহজাহান আলী জানান, তিনি বিষয়টি অবহিত হয়েছেন। তার দায়িত্বরত সময়ে এ ঘটনা ঘটেনি। তিনি যোগদানের আগে এ ঘটনাটি ঘটেছে বলে তিনি সন্দেহ পোষন করেন।–

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।