ক্রাইমর্বাতা রিপোট: কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়ায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে এই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
প্রায় ২০ জনের মতো এই কর্মসূচিতে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আগের কমিটির সমাজসেবা সম্পাদক রানা হামিদ, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন প্রমুখ। সম্মেলনের এক বছর পর ছাত্রলীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকে ক্ষোভ-বিক্ষোভ চলছে, যা মারামারিতেও গড়ায়।
কমিটিতে বিতর্কিত অনেককে ঠাঁই দেয়া হয়েছে দাবি করে তাদের বাদ দেয়ার দাবি তোলে একটি অংশ। নানা কর্মসূচি পালনের পর বিতর্কিতদের বাদ দেয়ার আশ্বাসে তারা শান্ত হয়েছিল।
কিন্তু সোমবার সকালে নতুন কমিটির সদস্যদের নিয়ে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর আবারও কর্মসূচিতে নামে বঞ্চিতরা।।