ক্রাইমর্বাতা রিপোট: তারিকুল হাসান: যশোর: যশোরের শার্শা উপজেলার কয়বা ইউনিয়নে দুই সন্তানকে কিটনাশক খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে।
রবিবার আনুমানিক রাত ১১টায় শার্শা উপজেলায় চালিতা বাড়ীয়া দীঘা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের চা দোকানি ইব্রাহিমের স্ত্রী হামিদা খাতুন (৩৫), তার মেয়ে শরিফা খাতুন (১২) ও ছেলে সোহান হোসেন (৫)।
পুলিশ জানায়, গতকাল গভীর রাতে চালিতাবাড়িয়া-দীঘা গ্রামে হামিদা খাতুন তার দুই সন্তান সোহান হোসেন ও শরিফা খাতুনকে কিটনাশক পান করিয়ে হত্যা করে। পরে নিজেও আত্মহত্যা করেন। ঘটনার সময় ইব্রাহিম দোকানে ছিলেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ইব্রাহিম হোসেন ও শাশুড়ি জামিলা খাতুন পারিবারিক বিবাদে দিনভর হামিদাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে হামিদা খাতুন বাজার থেকে বিষ ও গ্যাসের ট্যাবলেট এনে মেয়ে শারিফা খাতুন ও ছেলে সোহান হোসেনকে খাওয়ায়।
পরে নিজেও বিষ ও গ্যাসের ট্যাবলেট একত্রে খেয়ে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইন্সপেক্টর (ওসি-তদন্ত) সুকদেব রায় তিনজনের মৃত্যু নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।