ক্রাইমর্বাতা রিপোট: দেবহাটার পল্লীতে গোসলের সময় পুকুরে ডুবে সমবয়সী ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের একজনের নাম ঐশী ও অপরজনের নাম মিম। দুইজনেরই বয়স ছিল সাড়ে ৪ বছর। নিহত ঐশী দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ঢালিরঘের গ্রামের আনারুল ইসলামের মেয়ে ও মিম একই গ্রামের সাগর হোসেনের মেয়ে। নিহত শিশু ২ জন মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে মারা গেছে বলে স্থানীয়রা জানান। ঐ এলাকার ইউপি সদস্য বিকাশ সরকার জানান, ঐশীর বাবা ভ্যান চালক ও মিমের মা কর্মসৃজন কর্মসূচীর কাজ করে। ঘটনার সময় ঐশীর বাবা ও মিমের মা কেউ বাড়ি ছিলেননা। শিশু ২ জন খেলার ছলে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যায়। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে ঘটনার সময় পুকুরে অন্য কোন লোক না থাকায় শিশু ২জন মারা যায়। পরে লোকজন পুকুর থেকে শিশুদের লাশ উপরে উঠালে এক হ্নদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নিহতদের পরিবারে শোকের মাতম চলছে।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …