ক্রাইমর্বাতা রিপোট: মসাতক্ষীরায় কলারোয়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের ঘটনায় বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের বাংলা প্রভাষক আলতাফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, গত বছর ৬ জুন বিভিন্ন পত্র পত্রিকায় বোয়লিয়া মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগের খবর প্রকাশ হয়। এতে কলেজ গভর্নিং বডির সভার সিদ্ধান্ত মোতাবেক গতবছর ১৩ অক্টোবর ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পত্রিকায় প্রকাশিত রির্পোটের সুত্র ধরে তদন্ত কমিটি অভিযোগকারী শিক্ষার্থীদের স্বাক্ষাতকার গ্রহণ করে। তদন্তে প্রভাষক আলতাফ হোসেন নিজ নামীয় মোবাইল সিম ব্যবহার করে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তুলে নিয়েছে বলে কাগজপত্রে প্রমাণিত হয়। দীর্ঘ তদন্তের পরে গত ২৪-০৫-২০১৯ তদন্ত কমিটি প্রভাষক আলতাফ হোসেনকে দোষী সাব্যস্ত করে রির্পোট প্রদান করে। গত ২৫-০৫-২০১৯ তদন্ত কমিটির রির্পোট গর্ভনিং বডির সভায় উপস্থাপন করা হলে সর্ব সম্মিতিক্রমে প্রভাষক আলতাফ হোসেনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার প্রভাষক আলতাফ হোসেনের কাছে তার সাময়িক বরখাস্তের প্রদান করা হয়েছে বলে কলেজ সুত্রে জানা গেছে।
ইউনিয়ন আওয়ামী লীগ ও গর্ভনিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন ঘটনার সত্যতা স্বীকার করেন।
প্রভাষক আলতাফ হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।