নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ উদ্ধারের ঘটনায় তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বরখাস্তকৃতরা হলেন সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালের হিসাবরক্ষক মোস্তাজুল, স্টোরকিপার আহসান হাবিব ও ফার্মাসিস্ট আবুল হোসেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের এক আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। তদন্ত কমিটির সদস্য সচিব ও সামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …