ঢাকা: স্বাধীনতার পর থেকে যত অপকর্ম হয়েছে সব কিছুর সাথে আওয়ামী লীগ জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাসম আলমগীর।
রোববার সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
ফখরুল বলেন, এমন কোন অপকর্ম নেই যা আওয়ামী লীগ সরকার করেনি। গণতন্ত্রের সব স্তম্ভ ভেঙ্গে দিয়ে একদলীয় শাসন কায়েম করছে সরকার। বিএনপির কোন সংকট নেই, সংকট সমগ্র জাতীর উল্লেখ করে তিনি বলেন, দলীয় নেতাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। পুনরায় নির্বাচন দিতে আবারো আহ্বান জানিয়েছেন বিএনপি এ নেতা।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …