এ রকম জয় আরও আসবে: মোস্তাফিজ

ক্রাইমবার্তা রিপোটঃ    দারুণভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে টাইগাররা।

রোববার ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান করে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ও বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে এটি টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

মাহমুদউল্লাহ রিয়াদের কার্যকরী অপরাজিত ৪৬ রান করার আগে ১৪২ রানের জুটি গড়েন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক ৭৮ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব খেলেন ৭৫ রানের নান্দনিক ইনিংস।

পরে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে ৩০৯ রানে বেঁধে রাখে বাংলাদেশ। জয়ী দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত এ জয়ের পর বেশ আত্মবিশ্বাসী তিনি। তার বিশ্বাস, এ রকম চমৎকার জয় আরও আসবে।

ম্যাচশেষে টুইটবার্তায় কাটার মাস্টার বলেন, আলহামদুলিল্লাহ! উড়ন্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু। ইনশাআল্লাহ এ রকম দর্শনীয় জয় আরও আসবে।

বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫ জুন একই ভেন্যু ওভালে হবে দুদলের লড়াই। ম্যাচটি হবে দিবারাত্রির। তথ্যসূত্র: টুইটার

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।