শাহিন আলম, রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগে কোনো ধরনেই টাকা-পয়সা লেনদেন করা হয় না। বরং যোগ্য প্রার্থীরাই নির্ধারিত প্রক্রিয়ায় নিয়োগ পাবেন বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ্।এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি একথা জানান।প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী পহেলা জুলাই জেলা পুলিশ লাইন্স মাঠে রাজশাহী জেলার বিপরীতে নিয়োগযোগ্য ট্রেইনি রিক্রুট কনস্টবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, এক শ্রেণীর অসাধু দালাল চক্র এই নিয়োগকে কেন্দ্র করে সাধারণ মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে। বাংলাদেশ পুলিশে কনস্টবল (টিআরসি) পদে নিয়োগ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এখানে ব্যত্যয় ঘটানোর কোন সুযোগ নেই। এই বিষয়ে রাজশাহী জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ (বিপিএম, পিপিএম) এর পক্ষ থেকে সকলকে সর্তক থাকার অহবান জানানো হচ্ছে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে মর্মে সকলকে আশ্বস্ত করা হচ্ছে।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …