যখনই বিমানে উঠি, তখনই একটা ঘটনা ঘটে : প্রধানমন্ত্রী

ক্রাইমবার্তা  রিপোটঃ ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি যখনই বিমানে ওঠেন, তখনই কোনো না কোনো ঘটনা ঘটে বা নিউজ হয়। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে আজ রোববার বিকেল ৫টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পাসপোর্ট ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলন ক্যাপ্টেন ফজল মাহমুদের কাতারে যাওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘যখনই বিমানে উঠি, তখনই একটা ঘটনা ঘটে বা একটা নিউজ হয়। তো এই নিউজটা কেন হয় আমি জানি না। হয়তো পাসপোর্ট ভুলে যেতে পারে, পাসপোর্ট ভোলা কোনো ব্যাপার নয়। কিন্তু এখানে ইমিগ্রেশনে যারা ছিল, তাদের তো এই নজরটা থাকতে হবে। তো আমার কাছে খবর যাওয়ার সাথে সাথে বলেছি, ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে, যে ইমিগ্রেশনে কারা ছিল, কেন চেক করেনি, কেন দেখেনি।’

ইমিগ্রেশনে আরও কড়াকড়ির কথা বলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আরেকটা কথা বলব, তো আমরা কিন্তু এখন ইমিগ্রেশনে খুব কড়াকড়ি করতে বলেছি। আমাদের তো সবাই এখন ভিআইপি, ভিভিআইপি, এরপর বোধহয় আরও ‘ভি’ লাগবে। যত ‘ভি’ থাকুক, এরপর আর কাউকে ছাড়া হবে না। প্রত্যেকের পাসপোর্টে সিল মারা আছে কি না, তারপর তাদের চেকটা ভালোভাবে হচ্ছে কি না, এমনকি ভিআইপি ইনক্লিপ যেগুলো আছে বা ভিভিআইপি, সেখানেও তাদের ল্যাগেজ, সব কিছু চেক করার ব্যবস্থা করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘দিনরাত এত দিন পরিশ্রম করে প্লেন কিনে, বিমানের অবস্থাটা যখন একটা জায়গায় চলে আসছে, যখন চেষ্টা করছি যে আমরা আরও কয়েকটা নতুন রুটে যাব, যখন মোটামুটি ব্যবস্থা একটা আমরা করে ফেলেছি, ঠিক তখনই একেকটা ঘটনা এভাবে আসে।’

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।