রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার মিথ্যাচার করছে: পররাষ্ট্রমন্ত্রী

ক্রাইমর্বাতা রিপোট:   আন্তর্জাতিক সম্প্রদায়কে পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আবদুল মোমেন বলেছেন, মিয়ানমার প্রতিনিয়ত মিথ্যাচার করছে। তারা বাংলাদেশকে দোষারোপ করছে। আজ বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে রোহিঙ্গা সঙ্কটের সর্বশেষ অবস্থা ব্রিফ করার পর সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এর আগে সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই ব্রিফিং হয়। পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ব্রিফিংয়ে অংশ নেন।

‘বাংলাদেশ নাকি রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে না’ সম্প্রতি জাপানে মিয়ানমারের মন্ত্রীর এমন বক্তব্য উল্লেখ করে আবদুল মোমেন বলেন, এসবই তাদের ধারাবাহিক মিথ্যাচারের অংশ। মন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের প্রতি মিয়ানমারের মিথ্যাচার ও অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ জানান।

মিয়ানমারের এই মিথ্যাচার মোকাবেলায় বাংলাদেশ কি করবে- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব বন্ধু রাষ্ট্রকে আমাদের অবস্থান জানাচ্ছি এবং এটি অব্যাহত রাখবো। আমরা আমাদের এবং মিয়ানমার- উভয়ের বন্ধু চীনসহ আরও যারা আছেন, তাদের কাছে যাবো এবং এ নিয়ে আমাদের অবস্থান তুলে ধরবো।মিয়ানমারের ওপর চাপ বাড়ানো প্রসঙ্গে ড. আবদুল মোমেন বলেন, আমরা সব সার্বভৌম রাষ্ট্রকে বলেছি মিয়ানমারে শুধু মুসলামানরা নির্যাতিত হচ্ছে না, সেখানে মানবতা আক্রান্ত। যদি আপনাদের মানবতার প্রতি ন্যুনতম দরদ থাকে, তাহলে আপনারা আপনাদের মতো করে চাপ দিন। আপনারা আমাদের বিষয়টা বোঝেন।

Check Also

সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।