ক্রাইমর্বাতা রিপোট: যশোর: ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের গ্রেফতারি পরোয়ানা যশোরে এসে পৌঁছেছে। যশোরে তার বাড়ি হওয়ায় জেলা পুলিশের কাছে ওয়ারেন্টটি পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আনসার উদ্দিন গণমাধ্যমকে জানান, সাবেক ওসি মোয়াজ্জেমের ওয়ারেন্ট অর্ডার তারা হাতে পেয়েছেন। এরপর তার বাড়ি ও তার স্বজনদের নজরদারিতে রাখা হয়েছে। যেহেতু এটি আলোচিত একটি মামলার বিষয় এজন্য বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে।
যশোর শহরের চাঁচড়া ডালমিল রায়পাড়ায় মোয়াজ্জেমদের বাড়িটিতে মায়ের সঙ্গে এখন তার দুই ভাই ও এক বোন বসবাস করেন। ঈদের আগে এই স্বজনদের সঙ্গে কথা বলেন মোয়াজ্জেম। এখন ওয়ারেন্ট আসায় বাড়িটি ও তার স্বজনদের নজরদারিতে রাখা হয়েছে।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …