ক্রাইমর্বাতা রিপোট: সাকিব আল হাসান। যার ক্যারিয়ার জুড়ে রেকর্ডের ছড়াছড়ি। আরেকটি রেকর্ডের মুখে দাঁড়িয়ে ছিলেন তিনি। প্রয়োজন ছিলো ২৩ রানের। আর আজ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২২ রানের লক্ষ্যে খেলতে নেমে পেয়েও যান সেই রান। ৬ হাজার রান ক্লাবে প্রবেশ করেন তিনি।
বিশ্বকাপে তিন ম্যাচে র্দুদান্ত ব্যাটিং করে চলছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এক সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিতে তুলে নিয়েছেন ২৬০ রান।
বাংলাদেশের হয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে তিনি। প্রথম অবস্থানে রয়েছেন ওপেনার তামিম ইকবাল।
সাকিব আল হাসানের ২০০৬ সালে অভিষেক হয় তার। আজ খেলছেন ২০২ তম ম্যাচ। নামের পাশে রয়েছে ৮টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ সেঞ্চুরি। আর উইকেট সংখ্যা ২৫৪টি।
আর এই ম্যাচে ২টি উইকেটের দেখা পান তিনি। বিশ্বকাপে বাংলাদেশি বোলার হিসেবে সর্বোচ্চ ২৫ ম্যাচে ২৮ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। উইকেট শিকারে তার ঠিক পড়ে আছেন আব্দুর রাজ্জাক, তার শিকার ১৫ ম্যাচে ২০ উইকেট। আর বিশ্বকাপে ৭১ উইকেট নিয়ে সবার উপরে অজি সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা।