জলবায়ু ঝুঁকি মোকাবেলায় শ্যামনগরে দুই দিন ব্যাপী জলবায়ু মেলার উদ্বোধন

ক্রাইমর্বাতা রিপোট:  “উপকুল রক্ষায় প্রয়োজন, জলবায়ু অর্থায়নে ন্যায্যতা ও সুশাসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সাতক্ষীরার শ্যামনগরের নকীপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী জলবায়ু মেলা-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে এসে মিলিত হয়। জলবায়ু পরিষদের সভাপতি মোঃ নাজিমুদ্দিনের সভাপতিত্বে নকীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দুই

দিন ব্যাপী জলবায়ু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান এড, আতাউর রহমান, কৈখালী ইউপি

চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, বুড়িগোলিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমুর মন্ডল, জলবায়ু পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ আশেক-ই-এলাহি, সিএসআরএল এর সাধারন সম্পাদক জিয়াউল হক মুক্তা প্রমুখ।

বক্তারা এ সময় , জলবায়ু ঝুকি মোকাবেলায় উপকুলীয় অঞ্চলের টেকসই ও উচু বেঁড়িবাধ নির্মান, প্রতিটি ইউনিয়নে জলবায়ু তহবিল গঠনের লক্ষে অর্থ বরাদ্দ, প্রতিটি ইউনিয়নে দুটি করে সাইক্লোন সেন্টার নির্মান, উপকুলীয় এলাকার সকল নদী ও খাল পূণঃখনন,

কমিউিনিটি বেজ ইকোটুরিজমে উৎসাহ প্রদান ও অর্থবরাদ্দ, দরিদ্র ও প্রান্তিক যুব ও নারীদের সম্পৃক্ত করাসহ বিভিন্ন দাবী সরকারের কাছে দাবী তুলে ধরেন।

Check Also

সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।