ক্রাইমর্বাতা রিপোট: চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। দুদলই একটি করে জয় পেয়েছে, হারের মুখ দেখেছে দুটি এবং একটি করে পরিত্যক্ত হয়েছে। উভয় দলেরই দখলে ৩ পয়েন্ট। ফলে সেমিফাইনালে যাওয়ার জন্য এ ম্যাচে জয়ের বিকল্প নেই কোনো দলেরই।
এ অবস্থায় আজ সোমবার বিকালে টনটনে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। দুদলের কাছেই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। সঙ্গত কারণে এসে যাচ্ছে অতীত-বর্তমান রেকর্ড-পরিসংখ্যান।
১. ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৩৭ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-উইন্ডিজ। ক্যারিবীয়দের ২১ জয়ের বিপরীতে টাইগারদের জয় ১৪। দুই ম্যাচের ফল হয়নি।
২. বিশ্বকাপ ইতিহাসে চারবার লড়াইয়ে নেমেছে দুদল। তিন ম্যাচেই জিতেছেন ওয়েস্ট ইন্ডিয়ানরা। একটি পরিত্যক্ত হয়েছে।
৩. সবশেষ বিশ্বকাপে মুখোমুখিতে মাত্র ৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ১২.২ ওভারেই তা টপকে ফেলে উইন্ডিজ।
তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে যোজন যোজন এগিয়ে মাশরাফিরা। হোল্ডারদের সঙ্গে সবশেষ ৯ দেখায় সাতটিতেই জয়ের মুখ দেখেছেন তারা। স্বাভাবিকভাবেই এ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন লাল-সবুজ জার্সিধারীরা। সেখানে অতীত থেকে অনুপ্রেরণা খুঁজবেন গেইলরা।