বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে সদরের মাগুরায় নবদীপ্তি নারী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে সদরের মাগুরায় নবদীপ্তি নারী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারী সংগঠন নবদীপ্তি’র আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় সতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবদীপ্তি সংগঠনের সভানেত্রী সাবেক ইউপি সদস্য মরিয়ম খাতুন মনির সভাপতিত্বে ও সংগঠনের উদ্যোক্তা আলেয়া আয়ুবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য এ্যাড. শাহনাজ পারভিন মিলি, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ার সজল, লাবসার ৯নং ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম।
এসময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তোহিদুজ্জামান তোতা, আওয়ামীলীগ নেতা বজলুর রহমান, নবদীপ্তি নারী সংগঠনের সাধারণ সম্পাদক শারমিন শান্তা প্রমুখ।
সভায় নারী অধিকার, নারীর ক্ষমতায়ন, বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে এবং রাজনীতিতে নারীদের অংশ গ্রহণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।