বাঁশখালীতে কথিত বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত

ক্রাইমর্বাতা রিপোট:   ট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত হয়েছেন। তাদের নাম জাফর মেম্বার (৪৮) ও খলিলুর (৪৫)। র‌্যাবের দাবি, ‘নিহতরা বাঁশখালীর শীর্ষ সন্ত্রাসী, জলদস্যু ও ডাকাত।’

র‌্যাব জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে আটটি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি, কিরিচ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহতরা সরল এলাকার জয়নাল আবেদীনের ছেলে। জাফর মেম্বারের বিরুদ্ধে ৩৩টি ও খলিলুরের বিরুদ্ধে আটটি মামলা আছে বলে জানিয়েছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের টহল দল বাঁশখালীর সরল এলাকায় জাফর মেম্বারকে গ্রেফতারে অভিযান চালালে জাফর ও তার সহযোগীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। ২০ মিনিট ধরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এক পর্যায়ে জাফরের সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জাফর মেম্বার ও তার ভাই খলিলুরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এরা মূলত চিহ্নিত সন্ত্রাসী, জলদস্যু ও ডাকাত। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন।’

মাশকুর জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ আটটি আগ্নেয়াস্ত্র , ৫০ রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র মজুদ, খুন ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে জাফরের বিরুদ্ধে ৩৩টি মামলা এবং তার ভাই খলিলুরের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।