ক্রাইমবার্তা রিপোট: সাতক্ষীরা: সাতক্ষীরা জামায়াতের প্রবীণ রোকন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সোবহান চিকিৎস্যাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ( ইন্না লিল্লাহি অইন্না ইলাহি..)। আজ বিকাল সাড়ে চারটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। কঠিন ও জটিল রোগে আক্রান্ত হয়ে গত কয়েক দিন ধরে তিনি খুলনা ২৫০ শর্যাবিশিষ্ট হাসপাতালসহ বিভিন্ন চিকিৎস্যালয়ে চিকিৎসাধীন ছিলেন।
আব্দুস সোবহান সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের মিয়াসাহেবের ডাঙ্গা গ্রামে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে,এক মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুস সোবহান প্রায় ৩০ বছর ধরে জামায়াতের সদস্য হিসেবে স্থানীয় সভাপতি,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্বপালন করেছেন।
মরহুমের ভাইপো আব্দুল হান্নান স্থানীয় জামায়াতের সভাপতি। তাঁর ছেলে নয়ন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য ছিলেন। তার পরিবারের সকল সদস্য ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্তা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দীস রবিউল বাশার,সেক্রেটারী আবুল কাশেম, শহর জামায়াতের আমীর ওমর ফারুক,সেক্রেটারী জাহিদুল ইসলাম,৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি প্রভাষক আব্দুল হান্নান সেক্রেটারী আমিরুল ইসলাম বিবৃত্তি দিয়েছেন। এক শোক বার্তায় মরহুমের বিদায়ী আতœার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন জানিয়েছে।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …