ক্রাইমর্বাতা রিপোর্ট:সাতক্ষীরা : সাতক্ষীরায় বিদ্যুতের প্রি-প্রেইড মিটার নিয়ে গ্রাহক বিড়ম্বনা এবং ওজোপাডিকো’র অনিয়ম ও অস্বচ্ছাতাসহ প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে বুধবার সকাল ১০টায় পাওয়ার হাউজের সামনে উক্ত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সহ-সভাপতি এড.ওসমান গণি, জাসদের কেন্দ্রীয় সহ-সম্পাদক ওবায়দুস সুলতান বাবলু, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, ইঞ্জিনিয়ার আবেদুর রহমান, ভুক্তভোগি নাগরিক সুফিয়া খাতুন, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাশিদুজ্জামান রাশি, পৌর তাতীলীগের সভাপতি মেহেদি আলী সুজয় প্রমুখ।
বক্তারা বলেন, বিদ্যুতের প্রি-প্রেইড মিটার নিয়ে গ্রাহক বিড়ম্বনা এবং ওজোপাডিকো’র অনিয়ম ও হয়রানি থেকে রেহাই পেতে অবিলম্বে বিদ্যুতের এই প্রি-পেইড মিটার বাতিল এবং আগের ডিজিটাল মিটার স্থাপনের জোর দাবী জানান। একই সাথে বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও হয়রানি থেকে মুক্তিপেতে বক্তারা এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন
Check Also
সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …