ক্রাইমর্বাতা রিপোর্ট:সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির অবৈধ কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন সমিতির সদস্যরা।
বৃহষ্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক অধ্যক্ষ আবু আহমেদ, সদস্য প্রাণনাথ দাস, মোতাহারুল হক সজল, হেলালুজ্জামান খান প্র্রমূখ।
বক্তারা বলেন সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন। গণতান্ত্রিক পন্থায় গঠিত কমিটি তাদের কর্মকা- চালিয়ে আসছিল। সম্প্রতি একটি সুবিধাবাদি মহল গায়ের জোরে ১৬ সদস্যের একটি কমিটি গঠন করে বাস টার্মিনাল ও মালিক সমিতিকে কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে। তারা অনেকের সদস্যপদ বাতিল করেছে। এমনকি অনেক মালিকের গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। সাইফুল করিম সাবু ও গোলাম মোরশেদ নেতৃত্বাধীন এই কমিটি সাধারন সদস্যদের ভোটে নির্বাচিত নয় উল্লেখ করে তারা বলেন অবিলম্বে এই কমিটি বাতিল ঘোষনা করে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় বাস মালিকরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
