ভারত অধিকৃত কাশ্মিরে গভীর খাদে মিনিবাস পড়ে গিয়ে মৃত্যু হল এগারো শিক্ষার্থীর। নিহতদের মধ্যে ৯ জন ছাত্রী। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে জম্মু-কাশ্মিরের পীর কি গলি এলাকায়।
একটি বেসরকারি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা ছিলেন ওই বাসে। তাদেরকে নিয়ে একটি শিক্ষা ভ্রমণে গিয়েছিলেন কর্তৃপক্ষ। ঘটনায় আরও ৭ জন গুরুতর আহতও হয়েছেন। তাদেরকে সোপিয়ানের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুঞ্চের কাছে ঐতিহাসিক মুঘল রোড দিয়ে যাওয়ার সময় বাসটি খাদে পড়ে যায়। অতিরিক্ত তুষারপাতের কারণে শীতের সময় এই রাস্তা বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। তবে এদিনের দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় পুলিশ বলছে, তুষার বা মাটি ধসের কোন ঘটনা ঘটেনি এদিন। তাই অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।