সাতক্ষীরা পৌরসভার ০৮ নং ওয়ার্ডে সবুজবাগ এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ ঃ সাতক্ষীরা পৌরসভার ০৮ নং ওয়ার্ডে জজ কোর্টের পিছনে সবুজবাগ এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ জুন) সকালে জজ কোর্টের পিছনে সবুজবাগ এলাকায় প্রধান অতিথি হিসেবে রাস্তায় নির্মাণ সামগ্রী ঢেলে উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। জজ কোর্টের পিছনের সবুজবাগ মসজিদের পিছন হতে রঘু দাদার বাড়ি পর্যন্ত ১৫০ মিটার ইটের সলিং ও সিসি ঢালাই রাস্তা পৌরসভার অর্থায়ণে ৩ লক্ষ ৮০ আশি হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন পিপি তপন এ্যাড. চক্রবর্তী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. শাহ আলম, পৌরসভার প্যানেল মেয়র ফারহা দীবা খান সাথী, পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, পৌরসভার এসও সাগর দেবনাথ, পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, আব্দুর রউফ রাজা, আব্দুস সামাদ, মনিরুজ্জামান, শেখ সিফাত, শাম্মুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বর্ষা মৌসুমে দীর্ঘদিন ধরে জলাবদ্ধ থাকা রাস্তাটি ইটের সলিং ও সিসি ঢালাই হওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দের উচ্ছাস লক্ষ্য করা গেছে। এসময় ঐ এলাকার মানুষ পৌরসভাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Check Also

সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।