ক্রাইমর্বাতা রিপোট: ভারতের পুনে শহরে ভারি বর্ষণের কারণে একটি আবাসিক ভবনের পাশে দেয়াল ধসে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। নিহতের মধ্যে চার শিশু ও এক নারী রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পুনের কন্দোয়ার তালাব মসজিদের কাছে শুক্রবার রাত ১টা ৪৫ মিনিট নাগাদ ভারি বৃষ্টিপাতের ফলে দেয়াল ধসের ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানায়, ভবনের পাশে অস্থায়ীভাবে নির্মাণ শমিকদের পরিবারের বসবাস ছিল। দেয়াল ধসে তাদের বাড়িতে চাপা পড়ে। এছাড়া ধসে ওই ভবনের পার্কিং অংশে রাখা অনেক গাড়ি নিচে পড়ে যায়।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার উদ্ধারকর্মীরা জানান, ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার থেকেই পুনেতে ভারি বৃষ্টিপাত চলছে বলে খবরে বলা হয়েছে। তথ্যসূত্র: এনডিটিভি, জি নিউজ।