হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ভারতে অনুষ্টেয় “মিড কেরিয়ার ট্রেনিং” শীর্ষক প্রশিক্ষনের ৪৭ তম ব্যাচে ব্রিফিংয়ে অংশ গ্রহন করবেন ৮ জুলাই। সারাদেশের মধ্যে উক্ত প্রশিক্ষনে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ২৯ জন কর্মকর্তা অংশ গ্রহন করবেন। এ প্রশিক্ষন ৮ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৪ জুলাই) ৪৭ তম ব্যাচে ব্রিফিং সেশন বাংলাদেশ সচিবলায়ে অনুষ্ঠিত হবে বলে সরদার মোস্তফা শাহিন এ প্রতিনিধিকে জানান। উক্ত ব্রিফিং সেশনে জনপ্রশাসন মন্ত্রনালয়ের উর্দ্ধতন কর্মকর্তা সহ প্রশিক্ষনে মনোনিত প্রশিক্ষনার্থী কর্মকর্তাগন উপস্থিত থাকবেন। বুধবার (৩ জুলাই) দুপুরে এ প্রতিনিধিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন-কালিগঞ্জ উপজেলায় শান্তিপুর্ণ পরিবেশে ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকলের সহযোগিতায় সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক বিগত উপজেলা নির্বাচনের ন্যায় প্রভাবমুক্ত ও সুস্থ্য পরিবেশে ভোটাররা যাহাতে ভোটাধীকার প্রদান করতে পারে সেই পরিবেশ তৈরী করা হবে। আমি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ তথা জনগনের সহযোগীতা চাই। আমি ২২ জুলাই ফিরে এসে যথারীতি দ্বায়িত্ব পালন করবো। তিনি সকলের নিকট দোয়া চেয়ে বলেন কালিগঞ্জ উপজেলা প্রশাসনকে দুর্ণীতি মুক্ত দেখতে চাই, সেক্ষেত্রে চাই সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা।