আজ দোয়া লাইফ সাপোর্টে এরশাদ

ক্রাইমর্বাতা রিপোর্ট : সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে তাঁর অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এরশাদের উপ-প্রেসসচিব খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানিয়েছেন। এর আগে দুপুরে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশা অনুযায়ী কমছে না। এবং প্রয়োজন অনুযায়ী কিডনি কাজ করছে না। এ কারণে তাঁর শরীরে কিছুটা পানি জমেছে। কিন্তু সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদের শারীরিক সর্বশেষ অবস্থা নিয়ে সাংবাদিক সম্মেলন করে তাঁর ছোট ভাই জি এম কাদের এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘পল্লীবন্ধুকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। গত তিন দিন সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।’

চিকিৎসকদের বরাত দিয়ে জি এম কাদের বলেন, ‘চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী তাঁর শারীরিক উন্নতি হচ্ছে না। তবে সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা সাবেক রাষ্ট্রপতিকে বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।’

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা দেশী-বিদেশী বিশেষজ্ঞের সঙ্গে আলাপ-আলোচনা করেই পল্লীবন্ধুর চিকিৎসা দিচ্ছেন। সিএমএইচের চিকিৎসকরা মনে করলেই পল্লীবন্ধুকে বিদেশ নেওয়া হবে অথবা বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকা হবে। সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের সিদ্ধান্তেই তাঁর চিকিৎসা চলছে।

আজ শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন জি এম কাদের।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. মো. নুরুল আজাহার, সম্পাদকম-লীর সদস্য মো. বেলাল হোসেন, মঞ্জুরুল হক, এম এ রাজ্জাক খান, জাকির হোসেন মিলন, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট তৈয়ব, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২২ জুন থেকে ৯০ বছর বয়সী এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এরশাদ হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।

গত সোমবার অসুস্থ সাবেক রাষ্ট্রপতি এরশাদকে দেখতে সিএমএইচে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওনার (এরশাদ) অবস্থা ক্রিটিক্যালই বলা যায়। ডাক্তাররা সকলেই মত দিয়েছেন, এ মুহূর্তে বাইরে নেওয়ার মতো অবস্থা নেই। এখানেই চিকিৎসা দেওয়া সম্ভব। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।

লাইফ সাপোর্টে থাকা এরশাদ কোমায় : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কোমায় গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া চারটায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়ার পর সন্ধ্যায় কোমায় চলে যান তিনি। জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে এরশাদকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

গতকাল সকাল থেকে এরশাদের অবস্থার অবনতি হয়। এরপর বিকাল সোয়া চারটায় তাকে লাইফসাপোর্টে নেয়া হয়। এদিকে দলটির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ এর অবস্থার কোন উন্নতি হয়নি। বেশ কয়েকদিন ধরেই তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে, এটাও এক ধরনের লাইফ সাপোর্ট।

অপরদিকে গতকাল দুপুরে জাতীয় পার্টির বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফকালে তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন, রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার অবস্থা নেই। তবে উন্নতির আশা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এসময় এরশাদের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

গত ২২ জুন বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিএমএইচে নেয়া হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এরশাদের রক্তে হিমোগ্লোবিনের সমস্যা ধরা পড়ে। দুই দফায় সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে এলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এই দফায় সিএমএইচে ভর্তি হলে এরশাদের ফুসফুস ও কিডনিতে সংক্রমণ ধরা পড়ে।

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।