রাণীনগরে স্কুল ছাত্রের আত্মহত্যা

নওগাঁর আত্রাইয়ে ষ্টেকহোল্ডার সভা ও গনশুনানী অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে সোমবার (৭জুলাই) বেলা ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে নগর উন্নয়ন অধিদপ্তর রাজশাহী আঞ্চলিক অফিসের আয়োজনে আশির দশকে প্রণীত উপজেলার ভ’মি ব্যবহার মহাপরিকল্পনা বিষয়ের উপর ষ্টেকহোল্ডার সভা ও গনশুনানী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউডিডি প্রকল্পের সহকারী প্ল্যানার আব্দুল ওয়াহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ কেএম কাওছার হোসেন, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিম উদ্দিন, আত্রাই মালিক ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোরর্শেদ আলম পল্টু,মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ,উপজেলা মডেল প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, যুগ্ন- সাধারণ সম্পাদক কাজী রহমান,আত্রাই প্রেস ক্লাব সভাপতি রুহুল আমিন, ইউডিডি প্রকল্পের সার্ভেয়ার মোঃ রুবল হোসেন,রেখাকার মোঃ মাহবুব হোসেন প্রমূখ। এসময় ভ’মি ব্যবহার মহাপরিকল্পনা সম্পর্কে উপস্থিত সকলের মতামত গ্রহন করা হয়।#

রাণীনগরে স্কুল ছাত্রের আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মা-বাবার উপর অভিমান করে রুহুল আমিন (১৩) নামের ৯ম শ্রেনীতে পড়–য়া স্কুল ছাত্র বিষের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। থানাপুলিশ লাশ উদ্ধার করে  সোমবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে । রুহুল আমিন রাণীনগর উপজেলার কালীগ্রাম ওঝাওঝি পাড়া গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের ছেলে ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোকাম্মেল হোসেন পারিবারিক সুত্রের বরাদ দিয়ে বলেন, রুহুল আমিনের বাবা শহিদুল ইসলাম সৌদি প্রবাসী । দীর্ঘ দিন ধরে রুহুল আমিনের বাবা এবং মায়ের মধ্যে সম্পর্ক টানাপোরেনের কারনে তার মা নানার বাড়ীতে অবস্থান করছিল। এবিষয়টি নিয়ে সে মানষিকভাবে ভেঙ্গে পরে। এক পর্যায়ে রোববার সন্ধ্যায় মা-বাবার উপর অভিমান করে বিষের ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকে। এসময় লোকজন দেখতে পেয়ে তাকে নওগাঁ সদর হাসপাতালে নিলে রাত ৮টা নাগাদ মারা যায়। এঘটনায় রুহুল আমিনের চাচা রশিদুল ইসলাম বাদী হয়ে রাতেই রাণীনগর থানায় অপমৃত্যু মামলা দায়ের করলে থানাপুলিশ ওই রাতেই লাশ উদ্ধার করে গতকাল সোমবার সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেন।
রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মাহাবুব আলম বলেন, রুহুল আমিনের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে । ময়না তদন্তের রিপোট পেলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।#

নওগাঁর আত্রাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাইল ইসলামের সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইন-শৃঙ্খলার উপর বক্তব্য রাখেন আত্রাই অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ কেএম কাওছার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নভেন্দু নারায়ন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত , সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা মডেল প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিম উদ্দিন,আত্রাই মালিক ও বণিক সমিতির সভাপতি মোরর্শেদ আলম পল্টু সহ উপজেলা আইন শৃঙ্খলা সভার সকল সদস্য বৃন্দ।

 

Check Also

সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।