কুমিল্লায় মা-ছেলেসহ ৫ জনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত

ক্রাইমর্বাতা রিপোর্ট   কুমিল্লা: কুমিল্লার দেবীদ্বারে ঘরে ঢুকে প্রকাশ্যে এক শিশু ও চার নারীকে কুপিয়ে হত্যা করেছে ‘মাদকাসক্ত’ এক ব্যক্তি। ঘটনার পর পরই স্থানীয়রা গণধোলাই দিলে ওই ব্যক্তির মৃত্যু হয়।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দেবীদ্বার উপজেলার রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।
নিহতরা হলেন- রাধানগর গ্রামের মো. শাহ আলমের ছেলে আবু হানিফ ( ১২), শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), রাধানগর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী নাজমা আক্তার (৩৬), নুরুল ইসলামের মা মাজেদা বেগম (৫৫) ও ছ্যাচড়া পুকুরিয়া গ্রামের বজলু মিয়ার স্ত্রী (৩৮)।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আনোয়ার জানান, মোখলেসুর রহমান নামের ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। তিনি এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
সকালে তিনি প্রথমে আবু হানিফকে কুপিয়ে হত্যা করেন। এ সময় এগিয়ে এলে একে একে তিনি অন্যদের কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
এক স্কুলছাত্র ও এক নারী আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এলাকাবাসী গণপিটুনি দিলে মোখলেসুর রহমানের মৃত্যু হয়।

Check Also

সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।