তরিকুল ইসলাম তারেক, যশোর ব্যুরো: দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোল থেকে ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হবে আগামী ১৭ জুলাই। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সত্য নিশ্চিত করেছেন।
এতে স্থল বন্দরে ব্যবসা বাণিজ্যে যাতায়াত করা মানুষের সুবিধা হবে। এমনকি প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথেও দু’দেশের মানুষের যাতায়াত ব্যবস্থায় নতুন গতি আসবে। সময় এবং খরচ দুটিই কমে আসবে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল অফিসার শাহ নেওয়াজ ট্রেন উদ্বোধনের নতুন তারিখ সাংবাদিকদের নিশ্চিত করেন।
বেনাপোলের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, ‘মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি অবহিত করেছেন। ট্রেন চলাচল সংক্রান্ত কাজের অগ্রগতি প্রায় সম্পন্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সার্ভিস উদ্বোধন করবেন।’
তিনি সাংবাদিকদের আরো বলেন, বেনাপোল এক্সপ্রেস, বন্দর এক্সপ্রেস ও ইছামতি এক্সপ্রেস নামে ট্রেনের তিনটি নাম দেওয়া হয়েছে। কিন্তু কোন নামটি সিলেক্ট হবে তা বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রীই নাম ঠিক করবেন।#