৩ বছর ধরে মায়ের লাশের সঙ্গে বসবাস!

ক্রাইমর্বাতা রিপোট:  প্রায় তিন বছর ধরে মায়ের লাশের সঙ্গে বসবাস করছেন মেয়ে। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে।

স্থানীয় সময় আজ শুক্রবার ওই নারীকে (৪৭) গ্রেফতারের পরই ঘটনাটি প্রকাশ্যে আসে। তাকে গ্রেফতারের পর ওই বাড়ি থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার করে পুলিশ, যিনি গত তিন বছর আগেই মারা গেছেন।

স্থানীয় গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুই কক্ষবিশিষ্ট ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটি ঘরের মেঝে থেকে এক নারীর কঙ্কালের অবশিষ্ট অংশ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটের অন্য ঘরে ১৫ বছর বয়সী মেয়েকে নিয়ে বসবাস করছিলেন অভিযুক্ত নারী।

পুলিশের কাছে গ্রেফতারের পর ওই নারীর ভাষ্য, মারাত্মক কোনো অসুখে আক্রান্ত না হয়েও অল্প দিনের মধ্যে মারা গেছেন তার মা। সেই সময় মেয়ে হয়েও মাকে কোনো সাহায্য করতে পারেননি তিনি। বিষয়টি তার মনে সবসময় পীড়া দিয়ে আসছিল।

যে কারণে কিশোরী মেয়েকে নিয়ে মায়ের লাশের সঙ্গে একই বাড়িতে বসবাস করছিলেন তিনি।

এদিকে এমন ঘটনায় কিশোরী ‘মানসিক আঘাত’ পেয়েছে দাবি করে ওই নারীর বিরুদ্ধে অভিযোগ এনেছে কয়েকটি শিশু সুরক্ষা সংস্থা।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, এমন অপরাধে অভিযুক্ত নারীর ১০ হাজার ডলার জরিমানাসহ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

জানা গেছে, মৃত নারী স্থানীয় একটি স্কুলে ৩৫ বছর ধরে শিক্ষকতা করেছেন। অবসরের পর তিনি টেক্সাসের সেগুন শহরে বিভিন্ন খেলার অনুষ্ঠানের টিকিট সংগ্রহের কাজ করতেন। স্থানীয় কমিউনিটির একজন সম্মানিত সদস্য ছিলেন তিনি।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।