প্রতিটি ইউনিয়ন ও পাড়া মহল্লায় আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলতে হবে-ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে-এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ ঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ১৩ নং লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের ০১ নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকালে বিনেরপোতা মাছ বাজার প্রাঙ্গণে প্রথম অধিবেশনে ০১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশ^নাথ মন্ডলের সভাপতিত্বে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ত্রি-বার্ষিক কাউন্সিল’র উদ্বোধন ও বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘প্রতিটি ইউনিয়ন ও পাড়া মহল্লায় আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে। দলকে গতিশীল ও শক্তিশালী করতে জননেত্রী শেখ হাসিনা দ্রুত সম্মেলনের নির্দেশ দিয়েছেন।’
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহজান আলী, সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, সাংস্কতিক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য ও লাবসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান সজল, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মো. গোলাম কিবরিয়া বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমত আলী, লাবসা ইউপি সদস্য ও ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনি, বিনেরপোতা পূজা উদযাপন কমিটির সভাপতি পরিতোষ সরকার প্রমুখ। ১৩ নং লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের ০১ নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০১৯ এ সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে বিশ^নাথ মন্ডল সভাপতি ও শেখ জিয়াউর রহমান জিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে নিতে খুব শীঘ্রই ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান সজল ও ০১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান জিয়া।

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।