ইব্রাহিম খলিল :: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র তাড়া খেয়ে বাংলাদেশে প্রবেশ করা গুলিবিদ্ধ ভারতীয় গরু রাখাল মফিজুল সরদার (২৩) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার (১৪ জুলাই) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক গরু রাখাল মফিজুল সরদার (২৩) ভারতের উত্তর চব্বিশ পরগণার স্বরুপনগর থানার বড় বাকড়া গ্রামের রজব আলী সরদারের ছেলে। বিজিবি জানায়, রোববার দুপুরে ভারতীয় রাখাল মফিজুল সরদার সীমান্তের ৮/৪-এস নং পিলারের নিকট দিয়ে চোরাই পথে ০১টি গরু নিয়ে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় ১৫৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ দুবলিয়া ক্যাম্পের কর্তব্যরত টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট ফায়ার করে। পরবর্তীতে উক্ত রাখালকে আটক করার জন্য বিএসএফ টহল দল ধাওয়া করে। বিএসএফ সদস্যদের ধাওয়া খেয়ে ভারতীয় রাখাল অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ কালিয়ানী বিওপি’র কর্তব্যরত টহল দল তাকে কালিয়ানী নামক স্থান হতে আটক করে। বিজিবি আরও জানায়, আটক রাখালের গর্দানের নিচে রাবার বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …