তালায় ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু

তালায় আপন ছোট ভাইয়ের মৃত্যুর শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাাটি ঘটেছে উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে। মাত্র ৮ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে শুরু হয় শোকের মাতন। মঙ্গলবার যোহর নামাজ বাদ দু’ভাইয়ের এক সাথে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। জানাযা নামাজে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণি পেশার শত শত মুসল্লি উপস্থিত ছিলেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানাগেছে, খেশরা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত ইউপি সদস্য শামসুল হকের পিতা শের আলী মোড়ল (৮৫) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সোমবার গভীর রাতে (মঙ্গলবার রাত ১.১৭ মিনিট) নিজ বাসভবনে ইন্তেকাল করেন। এঘটনার পর রাতেই বড় ভাই আব্দুল কাদের মোড়ল (৮৭) মানষিক ভাবে অসুস্থ্য হয়ে পড়েন। মঙ্গলবার সকালে ছোট ভাই শের আলী মোড়ল’র লাশের পাশে বসে থাকাবস্থায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন ভাই কাদের মোড়ল। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দু’ ভাইয়ের পরপর মৃত্যুতে পরিবারের সাথে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।