শাহীন শঙ্কা মুক্ত, শিগগিরই বাড়ি ফিরবে

ক্রাইমবার্তা রিপোটঃ    যশোরের ভ্যানচালক কিশোর শাহীন মোড়ল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। শাহীন শঙ্কামুক্ত। কিছুদিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক উজ্জ্বল কুমার বলেন, নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে শাহীনকে হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে। শাহীন শঙ্কামুক্ত। কিছুদিনের মধ্যে সে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবে।

শাহীনের বাড়ি যশোরের কেশবপুরে। গোলাঘাটা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী সে। আর্থিক অনটনের সংসারে নিজের ও ছোট দুই বোনের পড়াশোনার খরচ জোগাড় করতে ভ্যান চালাত সে।

মাথায় অস্ত্রোপচারের জায়গা শুকিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, শাহীনের অস্ত্রোপচারের জায়গা শুকিয়ে গেছে। তবে ভাঙা হাড়ের জায়গা ফাঁকাই থেকে গেছে। তিন মাস পর সেখানে কৃত্রিম হাড় যুক্ত করা হবে।

তবে শাহীনের অবস্থা পুরোপুরি কাটিয়ে উঠতে আরও দুই থেকে তিন মাস সময় লাগবে বলেও জানান তিনি।

গত ২৮ জুন সাতক্ষীরায় দুর্বৃত্তরা শাহীনের ভ্যান ছিনতাইয়ের সময় তার মাথায় আঘাত করে ফেলে রেখে চলে যায়।

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।