ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা জেলা কৃষকলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২০ জুলাই শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে (২য় তলা) অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।
বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সহ -সভাপতি এড. নরনারায়ন ঘোষ, যুগ্ম সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, হাসান মাসুদ পলাশ, এস এম রেজাউল ইসলাম, অর্থ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি স ম তাজমিনুর রহমান টুটুল, পৌর কৃষকলীগের সভাপতি শামছুজ্জামান জুয়েল, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র, শ্যামনগর উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সচিন্দ্রনাথ গাইন, আশাশুনি উপজেলা সভাপতি স ম সেলিম রেজা, কালিগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, তালা উপজেলা কৃষকলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এদেশের কৃষকদের কথা শোনার জন্য বঙ্গবন্ধু নিজে হাতেই কৃষকলীগ গঠন করেছিলেন। সে কারণে আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে কৃষকদের উন্নয়ন হয়। সারের জন্য তাদের জীবন দিতে হয় না। যেহেতু বাংলাদেশের শতকরা ৮০ ভাগ কৃষক। সুতরাং কৃষকদের অবহেলা করে দেশের উন্নয়ন সম্ভব নয়। সে কারণে কৃষকদের ন্যার্য্য অধিকার দিতে হবে। কৃষকদের অধিকার আদায়ের আন্দোলনে বাংলাদেশ আওয়ামীলীগ সব সময় পাশে ছিলো। ভবিষ্যতেও থাকবে।
Check Also
সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …