ক্রাইমবার্তা রিপোটঃ প্রিয়া সাহা ইস্যুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
রোববার (২১ জুলাই) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিস কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে রবার্ট মিলার সাক্ষাৎ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাক্ষাতে প্রিয়া সাহা প্রসঙ্গে বাংলাদেশ সরকারের অবস্থানের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত ইতিবাচক মনোভাব ব্যক্ত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে বলেছেন, ‘মিসেস প্রিয়া সাহা কোন পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্টের কাছে এমন অভিযোগ করেছেন বা তাঁর বক্তব্যের মর্মার্থ দেশে ফিরে এসে নিশ্চয়ই দেশবাসীর কাছে পরিষ্কার করবেন। প্রিয়া সাহার আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে।’
মন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতকে আরো বলেন, ‘বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করার আগ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা না নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘প্রিয়া সাহা প্রসঙ্গে বাংলাদেশ সরকারের অবস্থানের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। সাক্ষাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অর্থনৈতিক সমৃদ্ধি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।’
প্রসঙ্গত, গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা অভিযোগ করেন, ‘বাংলাদেশে ৩৭ মিলিয়ন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ নিখোঁজ হয়েছে। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই। এখনও সেখানে ১৮ মিলিয়ন সংখ্যালঘু মানুষ আছে। আমরা আমাদের দেশ ছাড়তে চাই না। শুধু আমাদের বাংলাদেশে থাকার জন্য সাহায্য করুন।’
তিনি আরো অভিযোগ করেন, ‘আমি আমার বাড়ি হারিয়েছি। তারা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে, আমার জমি কেড়ে নিয়েছে। কিন্তু কোনো বিচার হয়নি।’এ সময় ট্রাম্প জিজ্ঞাসা করেন, ‘কারা জমি দখল করেছে? কারা বাড়ি দখল করেছে?’ জবাবে প্রিয়া সাহা বলেন, ‘মুসলিম মৌলবাদী গ্রুপ এগুলো করছে। তারা সব সময় রাজনৈতিকভাবে শেল্টার পায়। সব সময়।’
প্রিয়া সাহার ওই অভিযোগের ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সমালোচনার ঝড় বইয়ে গেছে। কেউ কেউ এই ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে জানিয়েছেন। আবার কেউ বলছেন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন তিনি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তীব্র নিন্দা জানানো হয়েছে।