সুন্দরবনে প্রবেশাধিকার নিষেধ : বিপাকে বনজীবিরা

ক্রাইমবার্তা রিপোটঃ   সাতক্ষীরা :  সুন্দরবনে এক শ্রেণির অসাধু জেলে চক্র অবাধে বিষ প্রয়োগ করে যাবতীয় মাছ ধ্বংস করার কারনে বন অধিদপ্তর সুন্দরবনে প্রবেশের উপর নিষেধাজ্ঞা করে পরিপত্র জারী করেছে। এইতথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা জিএম রফিক আহমেদ। তিনি গতকাল জানান, শুধুমাত্র পর্যাটক ছাড়া সব ধরনের বনজীবিদের সুন্দরবনে প্রবেশে সরকার নিষাধাজ্ঞা জারী করেছেন। যার কারনে গতকাল থেকে বনজীবিদের সব ধরনের পাশ-পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে। যে সমস্ত মৎস্যজীবিরা সুন্দরবনের ভিতরে আছে তাদের পারমিটে সরকারি বেধে দেওয়া সময়ের মধ্যে লোকালয়ে আসতে বলা হয়েছে। অন্যথ্যায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বন বিভাগের বিভিন্ন সুত্র জানিয়েছে, গত কয়েক বছর ধরে এক শ্রেণির অসাধু চক্র সুন্দর বনে বিষ প্রয়োগ করে মাছ শীকার করে আসছে। যা গণমাধ্যমে নিয়মিত প্রকাশ পাওয়ায় সভা-সেমিনার করেও বন্ধ করতে না পারায় বন অধিদপ্তর কর্তৃক অনির্র্দিষ্ট কালের জন্য পর্যাটক ছাড়া অন্য সব ধরনের বনজীবিদের সুন্দরবনে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় এখনও পশ্চিম সুন্দরবনের ভিতরে প্রায় ৫শতাধিক বৈধ জেলে-বাওয়ালী অবস্থান করছিলো। তাদের ফিরিয়ে আনার জন্য বন বিভাগ ও স্থানীয় জন প্রতিনিধিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Check Also

সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।