জনসেবা ও শিক্ষায় বিশেষ অবদান রাখায় জনপ্রশাসন পদকে ভূষিত হলেন গোলাম মাঈনউদ্দিন হাসান

 

হাফিজুর রহমান শিমুলঃ

জনপ্রশাসন পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। প্রতি বছরের ন্যায় এবছরেও জাতীয় পর্যায়ের ১১ ব্যাক্তি, জেলা পর্যায়ের ৩৪ ব্যাক্তি এবং উভয় পর্যায়ের একটি প্রতিষ্ঠানকে জনপ্রশাসন পদক ২০১৯ প্রদান করা হয়। মঙ্গলবার (২৩ জুলাই) বেলা ৩ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহামান্য
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ জনসেবায় আস্থা অর্জনকারী সকল কর্মকর্তা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জনপ্রশাসন পদক তুলে দেন। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশিকুর রহমান চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব ফয়েজ আহাম্মদ সহ উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। এসময় সাধারন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শ্রেনীতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান শিক্ষায় বিশেষ অবদান রাখায় জনপ্রশাসন সন্মাননা পদকে ভূষিত হয়েছেন। সরলমনা, সদাহাস্য, নির্লোভ, নিরাহঙ্কার, সৎ ও চৌকস কর্মকর্তা বর্তমানে খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) হিসাবে কর্মরত আছেন।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।