সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী পালনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা

ক্রাইমবার্তা রিপোটঃসাতক্ষীরা চিত্র নিউজ:মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস ২০১৯ পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুলাই) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম

বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, এডিএম মো. আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু প্রমুখ। সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে

ব্যাপক কর্মসুচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ১৫-ই আগস্ট সকাল ০৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, এছাড়াও রয়েছে কোরআনখানি, দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতা ও চেক বিতরণসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মোক দিবস পালনের নির্দেশনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, ইসলামীক ফাউন্ডেশন সাতক্ষীরা উপপরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা মৎস্য অফিসার মো. মশিউর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল, ছফুরনন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার, জেলা

তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশীস সরদার, এনডিসি দেওয়ান আকরামুল হক, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম প্রমুখ। এসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।