তালায় গুজব ও গণপিটুনিতে হত্যা প্রতিরোধে মতবিনিময়

ক্রাইমবার্তা রিপোটঃ সারাদেশের ছেলেধরা গুজব ও গণপিটুনি দিয়ে মানুষ হত্যা প্রতিরোধে সকলের করণীয় সম্পর্কে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) কলেজের অধ্যক্ষ এম এম এনামুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল। এ সময় তালা প্রেসক্লাবের সভাপতি ও শহীদ মুক্তিযোদ্ধা মহাব্যিালয়ের প্রভাষক প্রণব ঘোষ বাবলুসহ সংশ্লিষ্ট কলেজ শিক্ষক ও থানার এসআইবৃন্দ উপস্থিত ছিলেন। একই দিন অনুরুপ মতবিনিময় সভা তালা মহিলা কলেজ, বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়। এ সময় তালা থানার ওসি শিক্ষর্থীদের মাঝে ছেলেধরা গুজব ছড়ানো সংক্রান্ত সচেতনতা মূলক কথা বলেন এবং কাউকে দেখে ছেলেধরা সন্দেহ হলে তাৎক্ষনিক থানা পুলিশকে অবহিত করার জন্য সকলের কাছে অনুরোধ করেন।

অপরদিকে পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে সারাদেশের ছেলেধরা গুজব ও গণপিটুনি দিয়ে মানুষ হত্যা প্রতিরোধে সকলের করণীয় সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) কলেজের ২০৬ নং কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা। অধ্যাপক ফকির আহমদ শাহের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মালেক শেখ, আব্দুল গফফার, হাবিবুর রহমান, আরশাদ আলী, রকিব মাহমুদ, সরদার নুরুল ইসলাম, আনন্দ মোহন মন্ডল, নাজমুল হক, রহিমা খাতুন প্রমুখ।

Check Also

কলারোয়ায় ভেদাভেদ ভুলে বি,এন,পি-আ’লীগের একত্রে প্রকল্পের চেক ভাগাভাগি

নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়ায় ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলায় সামাজিক অবকাঠামো উন্নয়নে টি,আর,কাবিখা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।