তালায় ফলবাগান প্রদর্শী চাষীদের মাঝে গাছের চারা ও সার বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজী প্রোগ্রাম-ফেজ-২ প্রজেক্ট এর আওতায় ফলবাগান প্রদর্শী চাষীদের মাঝে তালায় ৭টি ইউনিয়নে সিআইজি সমিতিতে বিভিন্ন ফলজ জাতীয় গাছের চারা সাইন বোর্ড ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে তালা উপজেলা কৃর্ষি অফিসের উদ্যোগে ১৪ জন সিআইজি সমিতির মাঝে ৮১৩ টি  বিভিন্ন ফলজ জাতীয় বৃক্ষের চারা সার ও সাইনবোর্ড বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃর্ষিকর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ উপসহকারী কৃর্ষিকর্মকর্তাবৃন্দ ও সিআইজ সমিতির নেতৃবৃন্দ। বিভিন্ন ফলের চারার মধ্যে রয়েছে আম,লিচু,মাল্টালেবু,কুল ও পেয়ারা জাতীয় ফলজ।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।