নবজীবন পলিটেকনিকের কম্পিউটার টেকনোলজির ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা

প্রেস বিঞ্জপ্তি : সাতক্ষীরা নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার টেকনোলজির ৮ম পর্বের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা-২০১৯অনুষ্ঠান গতকাল সকাল ১১ টায় নবজীবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকে নবজীবন ক্যাম্পাস যেন বিদায়ী ও অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিনত হয়। কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সুচনা হয়।পরবর্তীতে রজনীগন্ধা ফুল দিয়ে বিদায়ী সকলকে শুভেচ্ছা জানান সহপাঠী ছাত্র-ছাত্রীরা। নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের চেয়ারম্যান ও নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বর্তমান শিক্ষা ব্যাবস্থায় কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপুর্ন। সুতরাং টেকনিক্যাল পর্যায়ে লেখাপড়া করার পাশাপাশি নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের সু-সমৃদ্ধ ল্যাবে যারা হাতে কলমে শিক্ষা নিয়ে যে সকল সৌভাগ্যবান ছাত্র-ছাত্রীরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে তারা সঠিক পথে অগ্রসর হচ্ছে । তবে শিক্ষা জীবনে সকলকে সৎ চরিত্রবান ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের জীবন এবং ভবিষ্যত গঠন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন কর্মজীবনেও তোমাদের পড়াশুনা ও চর্চ্চা অব্যাহত রাখতে হবে। তবেই তোমরা তোমাদের সঠিক লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে । ভাল ফল লাভের জন্য তিনি সকল ছাত্র-ছাত্রীদের মনোযোগ সহকারে পড়াশুনা করা,সৎ চরিত্র গঠনের পাশাপাশি কর্মক্ষেত্রে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের সুনাম অক্ষুন্ন রাখতে সকলের প্রতি উদাত্ত আহব্বান জানান ও শুভ কামনা করেন। সাথে সাথে বিদায়ী ছাত্র-ছাত্রীদের একটি অংশ ইতিমধ্যে বিভিণœ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীপ্রাপ্ত হওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মীর মোঃ ফকরউদ্দীন আলী আহম্মেদ, পরীক্ষা নিয়ন্ত্রক খালিদ হোসেন, বিভাগীয় প্রধানদের মধ্যে দেবদাসমাঝী, দেব কুমারমন্ডল, সমীর কুমার ঘোষ, বাচ্চ ুমুন্সী, জুনিয়র ইন্সট্রাক্টর কামাল হোসেন,জাকির হোসেন মিন্টু, মদিনা জাহান এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মাহিদ, আশিকুজ্জামান, মানছুরা খাতুন।আলোচনা সভা শেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের হাতে একটি করে সুদৃশ্য ক্রেষ্ট তুলে দেন। পরে তাদের বিভিন্ন ধরনের স্মৃতিকথা,আবৃতি,গানসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

Check Also

সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি নির্বাচন

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।