সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ক্রাইমর্বাতা রিপোর্ট:   সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে সোমবার বিকাল ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রে সজল মোল্লা এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রে সজল মোল্লা জানান, জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাঁকাল ব্রীজ থেকে মেডিকেলের সীমানা পর্যন্ত কোন অবৈধ স্থাপনা থাকবে না। সেখানের ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য একদিনের সময় প্রার্থনা করেন। সেকারণে মঙ্গলবার দুপুর ২ টা পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার ৩টার পর সেখানে কোন স্থাপনা থাকলে বুল্ডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বলে তিনি জানান।

Check Also

সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।