হাতিরঝিলে বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে কুপিয়ে হত্যা

ক্রাইমর্বাতা রির্পোট: রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম: তুলা মিয়া(৪৫)। হামলায় আহত হয়েছেন কনের মা ফিরোজা বেগম। এ ঘটনায় ঘাতক সজীবকে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক একজন বখাটে বলে জানিয়েছে পুলিশ। প্রেমঘটিত কারণে ওই ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টার দিকে হাতিরঝিলের দিলু রোডে সাবেক বিজিএমইএ ভবনের পেছনে একটি কমিউনিটি সেন্টারে ধারালো ছুরি দিয়ে তুলা মিয়ার ওপর হামলা চালায় সজীব।

এসময় তার স্ত্রী বাঁধা দিলে তিনিও আহত হন।

গুরুত্বর আহত অবস্থায় সেখানে থাকা অন্য স্বজনেরা তাদের দ্ইুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তুলা মিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত তুলা মিয়ার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে হাতিরঝিল থানার এসআই আব্দুর রব মানবজমিনকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। হামলার সময় কমিউনিটি সেন্টারে থাকা অন্যসব লোকজন সজীবকে আটক করেন। তিনি আরও জানান, সজীব একজন বখাটে। সজীব একাই হামলায় অংশ নিয়েছিলেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।