সাতক্ষীরা প্রতিনিধি।।
ডেঙ্গু প্রতিরোধে ও মশক নিধোনে সাতক্ষীরায় সচেতনতা মূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও সাতক্ষীরা এনজিও সমন্বয় কমিটি যৌথভাবে গতকাল বুধবার এই র্যালি লিফলেট বিতরণের আয়োজন করে।
এউপলক্ষ্যে বেলা ১১ টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে শহরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
র্যালিতে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিশ, অতিরিক্ত জেলা প্রশাসক মো: বদিউজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোসনা দত্ত প্রমুখ।
র্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয় এবং মশক নিধনে শহরের বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটানো হয়।
Check Also
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …