সাতক্ষীরায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আতঙ্ক: আতঙ্কিত না হয়ে প্রতিরোধ গড়ে তুলতে জেলা প্রশাসকের পরামর্শ

আবু সাইদ বিশ্বাস: সাতক্ষীরা: সাতক্ষীরাতে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রুবার সন্ধা পর্যন্ত জেলাতে ৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে বললেন জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত ৩৭ জন ঢাকা থেকে জেলাতে এসেছে। শুধু মাত্র জেলায় বসবাসরত তিন জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে তথ্য দিলেন জেলা সিভিল সার্জন। তবে বেসরকারী হিসাব মতে এর সংখ্যা আরো বেশি।
কোরবানি ঈদ উৎযাপন করতে যখন ঢাকা থেকে জেলাতে মানুষেরা চলে আসবে তখন ডেঙ্গু আক্রান্তরোগীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশ্খংা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের ।

স্বাস্থ্য অধিদফতরের মতে চলতি বছর সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে । ৬৪ জেলাতেই এখন ডেঙ্গুর বিস্তার। প্রতিদনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও । স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৬৮৭ জন। তবে বিদ্যমান পরিস্থিতি আর কয়েকদিন অব্যাহত থাকলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
এদিকে প্রতি দিন জেলাতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়াতে সাধারণের মতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জ্বরে আক্রান্ত যে কোনো রোগীর ক্ষেত্রেই ডেঙ্গু পরীক্ষার জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসক বা নিকটস্থ হাসপাতালের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এদিকে প্রয়োজনীয় ওষুধ ও ডেঙ্গু চিকিৎসা সরাঞ্জম সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।
বিশেষ করে ডেঙ্গু পরীক্ষার (এনএস১) কিট, (আইজিজি ও আইজিএম) কিট এবং সিবিসির রি-এজেন্টের স্বল্পতা দেখা দিয়েছে জেলার হাসপাতাল সমূহে।

এদিকে জেলাতে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রনে জেলা প্রশাসনের প্রক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুক্রুবার রাত ৯টার দিকে জেলা সাকিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সিভিল সার্জন, প্রেসক্লাব সভাপতি, জেলা পরিষদ সদস্য, পৌর মেওয়ার,কাউন্সিলর, জেলা শিক্ষা অফিসার,প্রতিষ্ঠান প্রধান, চেয়ারম্যাসসহ সদরের বিভিন্ন পর্যায়ের পধানদের নিয়ে ডেঙ্গু রোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

সভায় সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ইতোমধ্যে ডেঙ্গু রোধে জেলাতে জনসচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেক হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। ঈদের সময় এই রোগীর সংখ্যা বাড়তে পারে। তবে ডেঙ্গু রোধে আতঙ্কিত না হয়ে প্রতিরোধ ও সচেতন হওয়া দরকার।
সভায় জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, আজ শনিবার জেলার সকল প্রতিষ্ঠানে একঘণ্টা পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হবে। এছাড়া প্রতিদিন এক ঘণ্টা করে পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রাখা হবে।
মতবিনিময় সভায় সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহম্মদ বলেন, ডেঙ্গু রোধে জেলার সকল মিডিয়া এক যোগে সচেতন মূলক প্রচার চালিয়ে যাচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের সকল কর্মসূচি গণমাধ্যমে তুলে ধরা হচ্ছে।
পৌরমেয়ার আলহাজ্ব তানকিন আহম্মদ চিশতি জানান, ডেঙ্গু রোধে ইত্যোমধ্যে পৌরসভার প্রতিটা ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ কমিঠি গঠন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, ডেঙ্গু রোধে সকলকে এক যোগে কাজ করতে হবে। তিনি জানান ডেঙ্গু রোধ কঠিন হলেও নিয়ন্ত্রন করা সম্ভব। তিনি আরো জানান, ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। আজ শনিবার থেকে জেলা ব্যাপি এক ঘণ্টা করে সকাল প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন অভিযান অভ্যাহত থাকবে। যতদিন ডেঙ্গু নিয়ন্ত্রন না হবে ততদিন অভিযান চলতে থাকবে।

পরিবেশবিদদের মতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে পোকামাকড় যেমন মশা, মাছি, মাকড়সার বিস্তার ঘটবে।”তেমনি “বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধিও কারণে ডেঙ্গুর রোগের জীবাণুবাহী এডিসসহ বিভিন্ন প্রজাতির মশার বিস্তার ঘটেছে,”। আবু সাইদ বিশ্বাসঃসাতক্ষীরা: ২/৮/১৯

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।