এবার ডেঙ্গুতে প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

ক্রাইমর্বাতা রির্পোট : মাত্র আর দুই মাস পর তাদের ঘর আলো করে আসতো প্রথম সন্তান। দুনিয়া আগত শিশু সব পরিবারের জন্যই একটি স্বপ্ন। আর স্বপ্ন ঘিরে ওই পরিবারের কত চিন্তা। কতনা কল্পনা। ডেঙ্গু জ্বর সেই চিন্তা-কল্পনাকে ধূলিসাৎ করে দিয়েছে। কেড়ে নিয়েছে একটি পরিবারের স্বপ্নকে। তছনছ করে দিয়েছে গোটা পরিবারকে। যাকে ঘিরে এ স্বপ্ন, তাকেই বাঁচতে দিলো না ডেঙ্গু।

অংকুরে বিনষ্ট হলো পরিবারের সকল ইচ্ছা-ভাবনা। গত বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত অন্তঃসত্ত্বা মালিহা মাহফুজ অন্যা মারা
যান। বয়স ২৭ বছর। মেধাবী ডিজাইনার ছিলেন অন্যা। বিয়ে করেছিলেন মাত্র ১ বছর আগে। আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মাত্র আর দুই মাস পর তাদের ঘর আলো করে আসতো প্রথম সন্তান। তার আগেই সকল আশা, সুখের সকল স্বপ্ন ধূলিস্যাৎ করে দিলো ডেঙ্গু জ্বরে।

ডেঙ্গু কেড়ে নিলো সম্ভাবনাময় এ প্রাণ!  মালিহা মাহফুজ অন্যা বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ও টেকনোলজি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে মেঘনা নিট কম্পোজিট নামে একটি প্রতিষ্ঠানে ডিজাইনার হিসেবে চাকরি করতেন। গতবছরের ২০শে জুন তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন নাফিজ ইমতিয়াজের সঙ্গে। নাফিজ ইমতিয়াজ পেশায় একজন প্রকৌশলী। তারা উত্তরাতে বসবাস করতেন। মালিহার স্বামী নাফিজ ইমতিয়াজের ফেসবুক পেজ থেকে দেখা যায়, জুলাই মাসের ১৩ তারিখে দুজনের ছবি দিয়ে একটি পোস্ট দেন তিনি। যাতে লেখা ‘ইটস এ বয়’। অর্থাৎ একটি ছেলে আসছে তাদের ঘরে। সুখের এ সন্তানের জন্ম দিতে পারলেন না মালিহা মাহফুজ অন্যা। ডেঙ্গু কেড়ে নিলো এ পরিবারের সকল সুখ! তাদের পরিবার সূত্রে জানা গেছে, মালিহা মাহফুজ অন্যার জ্বর অনুভূত হয় ২১শে জলাই। ২২শে জুলাই তাকে উত্তরার লুভানা হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়লে ভর্তি করা হয়। ২৩শে জুলাই অন্যাকে আরও উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে অন্যার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ২৫ জুলাই বিএসএমএমইউতে নেয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় অন্যার মৃত্যু হয় বৃহস্পতিবার রাতে।

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।