নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসিন সাতক্ষীরা সদর শাখার নব-নির্বাচিত সভাপতির অভিষেক অনুষ্ঠান সোমবার সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নব-নির্বাচিত সভাপতি অধ্যক্ষ মো: রুহুল আমিন।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসিন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও শ্যামনগর কেন্দ্রীয় ফাজেল মাদ্রাসার অধ্যক্ষ মো: ওজায়েরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক এবং গদাঘাটা বারাকাতিয়া দাখিল মাদ্রাসার সুপার মো: আলতাফ হোসেন। এছাড়া অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর শাখার সাধারণ সম্পাদক ও মির্জানগর দাখিল মাদ্রাসার সুপার মো: জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ও আখড়াখোলা মাদ্রাসার সুপার মো: আব্দুল্লাহ, কাশেমপুর সিদ্দিকিয়া মাদ্রাসার সুপার শেখ মনিরুজ্জামান, রইচপুর মহিলা দাখিল মাদ্রাসার সহ সুপার মো: আব্দুল কুদ্দুস প্রমুখ।
সভায় সদর জমিয়াতুল মোদার্রেসিন ও সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির জেলা শাখার সদস্য মো: সাখাওয়াত উল্যাহ।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …