ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। …… ইউ এন ও সরদার মোস্তফা শাহিন

 

হাফিজুর রহমান শিমুলঃ

বর্তমান ডেঙ্গু প্রকোপ মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। প্রতিটি শিক্ষাঙ্গনের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে তাগিদ দিয়ে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন একথা বলেন। তিনি আরও বলেন এ উপজেলায় বাল্যবিবাহ কোন ভাবে সহ্য করা হবেনা। শিক্ষা প্রতিষ্ঠানে এবিষয়ে বেশি বেশি খেয়াল রাখতে হবে। কেননা বাল্যবিবাহ মানে সংসারে বিপদ ডেকে আনা। সোমবার (৫ জুলাই) সকাল ১০ টায় মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শেখ একলাছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম জামি, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা পারভীন। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমারদাশ বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, মৌতলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রশান্ত কুমার রায়, শিক্ষক একরামুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তাগন বলেন মৌতলা এলাকায় যাতে ডেঙ্গু উৎপাদন হতে না পারে । সেদিকে আমাদের সকলকে যথাযথ খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের ডেঙ্গু জ্বর হতে নিরাপদ রাখতে প্রতিটি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে পরিপত্র জারি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। ডেঙ্গু মশার বিস্তার রোধ করতে হলে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। এজন্য সকল স্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। ডেংগু ও গুজবের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর লক্ষে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, জনপ্রতিনিধি, সুধী ও শিক্ষার্থীবৃন্দ।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।