সাতক্ষীরা সংবাদদাতা: তালা উপজেলার বিজ্ঞ আলেম মাওলানা আতাউর রহমানের জানাযা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে তার বড়ছেলে মাওলানা মাসুম বিল্লাহর ইমামতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা.মাহমুদুল হক. উপজেলা জামায়াতের আমীর ডা আফতাবুজ্জামান,সেক্রেটারী মাওলানা মফিজুল ইসলাম,ইউনিয়নম জামায়াতের আমীর, মাষ্টার শহিদুল্লাহ ,মাওলানা আহসান হাবিব, মরহুমের জামাই,ছোটছেলে মাওলানা মহিবুল্লাহ সহ অনেকে। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
মরহুম শেখ আতাউর রহমান উপজেলা জামায়ের অন্যতম নেতা মাওলানা মাসুম বিল্লাহর আব্বা।
এর আগে সোমবার বিকাল ৩টার দিকে মাওলানা শেখ আতাউর রহমান (৮০) ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। তিনি ৫ কন্যা ২ ছেলে,স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মঙ্গলানন্দকাটী জামে মসজিদের ইমামতির দায়িত্ব পালন করতেন।
এদিকে, মরহুমের ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা জামায়াতের আমীর ডা.আফতাবুজ্জামান,সেক্রেটারী মাওলানা মফিজুল ইসলাম শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Check Also
বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে : মাসুদ করিম
আগামীকাল ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সকল …