কালিগঞ্জে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের অনুষ্ঠান

 

হাফিজুর রহমান শিমুলঃ

বাংলাদেশ মফঃস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা কমিটি গঠন। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্প্দক সাঈদ মেহেদী। সভার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, ওসি (তদন্ত) এস এম আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, রেডিও নলতার ষ্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির কার্য-নির্বাহি কমিটির সদস্য ও এমকেপ্রতিদিন এর সম্পাদক কবির নেওয়াজ রাজ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। সাংবাদিকদের অধিকার, মর্যদা রক্ষায় ১৪ দফা দাবী ও সাংবাদিকদের করনীয় বিষয়ে তিনি তুরে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল। কালিগঞ্জ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)গঠন
ইশারাত আলী : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)কালিগঞ্জ উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবে শুক্রবার সকাল ১১টায় সাধারণ সভার মাধ্যমে কমিটির কার্যক্রম শুরু হয়। দৈনিক যুগের বার্তা ও দৈনিক ভোরের পাতা পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি এম হাফিজুর রহমান শিমুল আহবায়ক, রেডিও নলতার ষ্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার যুগ্ন আহবায়ক, মোখলেছুর রহমান মুকুলকে সদস্যসচিব ও ৯জন সাংবাদিককে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি সর্বোসম্মতি ক্রমে গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ ইশারাত আলী, সাজেদুল হক সাজু, ডাঃ আবু সাঈদ, মাসুদ পারভেজ ক্যাপটেন, শেখ আতিকুর রহমান, আব্দুস সালাম, শেখ সাইফুল ইসলাম বাবু, প্রভাষক মহিবুল্যাহ ও মনিমালা গাইন।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।